প্রকাশিত: Tue, Feb 28, 2023 3:23 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:09 PM

রাষ্ট্রপতির বাড়িতে রাতাবোরা চালের সাদা ভাত ও ২০ পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন

ফারুকুজ্জামান: ২৫ বছর পর কিশোরগঞ্জ সফরে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার দুপুরের খাবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ২০ পদের মাছ, ডাল এবং রসমালাই দিয়ে আপ্যায়ন করেছেন রাষ্ট্রপতি।

মধ্যাহ্ন ভোজে রাতাবোরো চালের সাদা ভাতের সঙ্গে ছিল কয়েক পদের মাছের দোপেঁয়াজা। মাছগুলো হলো রুই, কাতল, চিতল, আইড়, পাবদা, গোলসা টেংরা ও কালিবাউশ। ভুনার তালিকায় ছিলো শোল, বাইম, চিংড়ি, বোয়াল, গ্রাস কার্প। আরো ছিলো রিটা মাছ এবং পাঙ্গাশ মাছ মাখা মাখা ঝোল। সাথে মসুর ডাল ও সালাদ। সবশেষে রসমালাই। অন্য মাছগুলোর নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব